সুপারকোপার সেমিফাইনালে সোসিদাদের মুখোমুখি বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার
স্প্যানিশ সুপার কাপের (সুপারকোপা) প্রথম সেমিফাইনালে রিয়াল সোসিদাদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বুধবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায় সোসিদাদের মাঠ এস্তাদিও এল আর্কাঞ্জেলে ম্যাচটি শুরু হবে।
মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী ভালো যাচ্ছেনা কাতালানদের। সম্প্রতি লিওনেল মেসি চিরচেনা রূপে ফিরে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হলেও বার্সেলোনা পয়েন্ট টেবিলে আছে ৩ নম্বরে। কোপা-ডেল-রে ও লা লিগার চ্যাম্পিয়ন ও রানার আপদের নিয়ে আয়োজিত সুপারকোপা জিতে বছরের প্রথম শিরোপা জিততে চান বার্সা কোচ রোনাল্ড কোমান। ১৯৮২ সাল থেকে চালু হওয়া এ কাপটি সর্বোচ্চ ১৩ বার জয় করেছে বার্সেলোনা। তবে প্রতিপক্ষ হিসেবে সোসিদাদকে শক্ত মানতে হবে। চলতি মৌসুমের লা লিগার ম্যাচে আর্কাঞ্জেলে পয়েন্ট খুইয়ে এসেছে মেসি-গ্রিজম্যানরা।
অপরদিকে, সুপারকোপা শিরোপা ধরে রাখার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে। আগামীকাল বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি ) বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টায় নিজেদের মাঠে খেলবে জিদানের শিষ্যরা।
আগামী ১৮ জানুয়ারী সেভিলার স্টেডিয়াম কার্তুজায় কাপটির ফাইনাল অনুষ্ঠিত হবে। মেসি-রামোসরা পৃথকভাবে নিজেদের সেমিফাইনালে জয় পেলে খুব শীঘ্রই একটি এল ক্লাসিকো দেখতে পারবে ফুটবলপ্রেমীরা।