চসিক নির্বাচন
আ. লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে ফের ইসিতে বিএনপি
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০৭:২৩ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিবার্চনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১২ জানুয়ারি) নাগরিক ঐক্যর আহবায়ক একরামুল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম আঞ্চলিক কাযার্লয়ে যায়। সেখানে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বরাবরে লিখিত অভিযোগ দেন।
বিএনপির অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নিবার্চনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদিন মোটরসাইকেল ও মোটর গাড়ি নিয়ে শোভাযাত্রা করছে। যা নির্বাচন বিধির ১৩, ১৫ ও ১৬ ধারা সহ অন্যান্যা ধারা ভঙ্গ করছে। এ বিষয়ে গত ১০ জানুয়ারি কমিশনে লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু এ পর্যন্ত তারা একইভাবে নিবার্চনী আচরণবিধি লঙ্ঘন করেই চলছে।
এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইসির প্রতি আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক এম এ হাশেম রাজু, আবু আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, সদস্য আনিসুল ইসলাম, সৌরভ প্রিয় পাল, মাহমুদুল হক জনি।