চসিক নির্বাচন
আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগে নতুন নির্দেশনা ইসির
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০৬:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সরকারের মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার তাগিদ দেয়া হয়।
চসিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ নির্দেশনা জারি করেন। একইসাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলে নির্বাচনী প্রচারণা চালানোর বিশেষ নির্দেশনাও দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়-
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী, সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। সরকারি কোনো কর্মকর্তা ও প্রচারযন্ত্রকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। নির্বাচনী কাজে সরকারি গাড়িও ব্যবহার করা যাবে না। শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার ভোটার হলে তিনি ভোটের দিন ভোট দিতে পারবেন।
নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। এই নির্বাচনে সবার সমান অংশগ্রহণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। তাই সবার নির্বাচনী আচরণবিধি মেনে চলা উচিত বলে মনে করি।