মানবদেহের জাদুঘর: জার্নি থ্রু দ্য হিউম্যান বডি
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ০৭:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
হৃদযন্ত্র কীভাবে কাজ করে? হাঁচি দিলে কী হয়? আমাকে ঘুমাতে হবে কেন? কীভাবে আমাদের চুল গজায়? মানবদেহ নিয়ে এমন অসংখ্য প্রশ্ন ঘুরে বেড়ায় আমাদের মনে। জীববিজ্ঞান বই কিংবা সংবাদপত্রে হয়তো এ সম্পর্কে অল্প বিস্তর জানাও যায়। কিন্তু কল্পনা করুনতো, আপনি প্রতিটি শিরা-উপশিরার কার্যক্রম জানতে পারছেন মানব দেহের ভেতরে ঢুকে! মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গই দেখতে পারছেন ঘুরে ঘুরে, কেমন হবে না বিষয়টা?
জীবন্ত মানুষের শরীরে ঢুকে এমন সুযোগ না থাকলেও অনেকটা কাছাকাছি অভিজ্ঞতা নেয়ার সুযোগ কিন্তু ঠিকই আছে। সে অভিজ্ঞতা নিতে যেতে হবে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে। যেখানে মানবদেহ দিয়ে বানানো হয়েছে এক জাদুঘর, নাম ‘করপাস: জার্নি থ্রু দ্য হিউম্যান বডি’।
এই জাদুঘরে হেঁটে হেঁটে কেউ দেখতে পারবে মানবদেহের প্রতিটি অঙ্গের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। শুধু দেখেই শিখতে হবে এমন না, কেউ চাইলে ভিডিও এবং অডিও মাধ্যমেও জেনে নিতে পারবে কীভাবে কাজ করে নিজের শরীর।
জাদুঘরে দেহের ভিতরেই বসানো হয়েছে ৫-ডি থিয়েটার। যেখানে পুরো দেহ সম্পর্কে জানার জন্য যেমন ভিডিও আছে, তেমনি নির্দিষ্ট কোন অঙ্গ সম্পর্কে জানারও সুযোগ আছে। মোট আট ভাষায় দর্শনার্থীরা সে ভিডিও ও অডিওগুলো শুনতে পারবেন।
এছাড়া আছে মেডিকেল তথ্য কেন্দ্র, যেখানে এক ঘন্টার ভিডিওতে জানা যাবে কি খাবার শরীরে কেমন প্রভাব ফেলে, সুস্থ থাকতে করণীয়সহ আরও অনেক তথ্য। এমনকি ভিডিওসহ দেখানো হবে চিনি ও তেলযুক্ত খাবার খেলে আপনার অন্ত্রগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়।
বয়স্কদের পাশপাশি শিশু-কিশোরদের জন্যও আলাদা ব্যবস্থা আছে করপাস জাদুঘরে। যেখানে মানব শরীর নিয়ে আছে মজাদার সব গেমস । শিশু কতটা জানলো তা যাচাই করতে আবার গেমস খেলার পর পরীক্ষাও নেয়া হয়।
শিক্ষা ও বিনোদনের সুযোগ দিতে ২০০৮ সালে উদ্বোধন করা হয় এই জাদুঘর। তারপর থেকেই উপচে পড়া ভিড় শুরু হয় এটি ঘুরে দেখতে। জুদঘরের ভিতরটাই কেবল সুন্দর নয়, রাজধানী আমস্টারডাম-হেগ মহসড়কের পাশে মানবদেহ আকারের ভবনটিতে যে কারও চোখ আটকাবে।
ছয় বছরের বড় সবার জন্য উন্মুক্ত এই জাদুঘরে প্রবেশ করেতে খরচ করতে হবে ১৬.৫০ ইউরো (প্রায় ১৭০০ টাকা)। তবে একসাথে অনেকজন গেলে থাকে বিশেষ ছাড়।