অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তথ্য শেয়ারের বিষয়টি পরিষ্কার করলো ওয়াটসঅ্যাপ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:১৯ এএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার  

যে কোন ব্যক্তিগত তথ্য কিংবা লোকেশন ফেসুবকের সাথে শেয়ার করা হয় না, এই তথ্য জানিয়ে নিজেদের নতুন নীতিমালার বিষয়টি পরিষ্কার করেছে ওয়াটসঅ্যাপ। 

সম্প্রতি নিজেদের গোপনীয়তার নীতিমালায় পরিবর্তন আনার পর গ্রাহকদের বিশ্বসযোগ্যতা হারাতে শুরু করে ওয়াটসঅ্যাপ। এছাড়া বর্তমানে বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্ক আরেক মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’ ব্যবহারের আহ্বান জানানোর পর ব্যাবহার কমেছে ওয়াটসঅ্যাপের। 

এমন অবস্থায় নিজেদের নতুন নীতিমালায় কী করা হবে আর কী করা হবে না সেগুলো ব্লগপোস্টে তুলে ধরেছে ওয়াটসঅ্যাপ। 

সেখানে ওয়াটসঅ্যাপ জানায়, আমাদের নিয়ে বাজারে অনেক গুজব ছড়িয়েছে। যে প্রশ্নগুলো বেশি এসেছে সেগেুলোর উত্তর আমরা দিচ্ছি। সবার কাছে পরিষ্কার করতে চাই, নতুন নীতিমালা কারও ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করেনা। 

এছাড়া লোকেশনে তথ্য, কল লগ ও ফেসবুকের সাথে শেয়ার করা হবেনা সেটাও জানিয়েছে ওয়াটসঅ্যাপ।