অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হায়া সোফিয়া জাদুঘর থেকে মসজিদ হওয়ার ঘোষণায় ব্যথিত পোপ

প্রকাশিত: ১১:০২ পিএম, ১২ জুলাই ২০২০ রোববার   আপডেট: ১১:১১ পিএম, ১২ জুলাই ২০২০ রোববার

তুরস্কে ইস্তাম্বুলের বিশ্বখ্যাত জাদুঘর ‘হায়া সোফিয়া’কে পুনরায় মসজিদে রূপান্তরিত করায় ব্যথিত হয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে দেওয়া বক্তব্যে পোপ জানিয়েছেন ইস্তাম্বুলের জন্য তার প্রার্থনা ও ভালোবাসা রয়েছে।

পনের শ বছর আগে বাইজেন্টাইন আমলে ক্যাথেড্রাল হিসেবে হায়া সোফিয়া নির্মিত হয়। এরপর থেকে খ্রিস্টানরা এখানে ধর্মচর্চা করত। তবে ১৪৫৩ সালে ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে এটি মসজিদে রূপান্তর করা হয়।

পরবর্তীতে ১৯৩৪ সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতার্তুক এটিকে জাদুঘরে পরিণত করেন। এটি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। সম্প্রতি তুরস্কের আদালত এক সিদ্ধান্তে জানায়, এই স্থাপনা মসজিদের বাইরে অন্যকিছু করা আইনগতভাবে সিদ্ধ নয়।

এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে ধর্মীয় সম্প্রীতি নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে বলে তুরস্কের উদারপন্থি সমাজ মনে করছে। তবে গত বছরই এক নির্বাচনি সমাবেশে সোফিয়াকে মসজিদে পরিণত করার ব্যাপারে মত দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

পোপ ফ্রান্সিস তার ভাষণে বলেন, ইস্তাম্বুলের জন্য আমার প্রার্থনা রইল। আমার মনে হয় সোফিয়া ও আমি মনঃকষ্টে রয়েছি ।