অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বের প্রথম দূষণমুক্ত শহর নির্মাণ করছে সৌদি আরব

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার  

লোহিত সাগরের তীরে ইতিহাসে প্রথমবারের মত সম্পূর্ণ দূষণমুক্ত শহর গড়ে তুলবে সৌদি আরব। অত্যাধুনিক এ শহর তৈরির কাজ এবছরই শুরু হবে বলে জানায়  দেশটি।

রবিবার (১০ জানুয়ারি) সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ‘নিওম জোন’ নামের এ প্রকল্পের নকশা তুলে ধরেন। প্রায় ১০ বছর ধরে এ নগরী তৈরির কাজ চলবে।  ২৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকার উপর গড়ে ওঠা এ শহরের নাম ‘’দ্য লাইন’’। নগরীতে থাকবে না কোনো কলকারখানা, চলবে না কোনো ব্যক্তিগত গাড়ি। বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বাধুনিক করে তোলা হবে এ শহর এবং চলাফেরার জন্য থাকবে দ্রুতগতির পাথওয়ে।

২০১৭ সালে অত্যাধুনিক নগরটির কথা প্রথম জানিয়েছিল বিশ্বের সর্বোচ্চ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। কার্বন নিঃসরন শূন্যে রাখা এ শহরে থাকবে স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র ও সবুজ গাছের বেষ্টনী। মূলত শহরটিকে একটি বিজনেস হাব হিসেবে তৈরি করার কথা ভাবছে সৌদি রাজ পরিবার।

দ্য লাইন নির্মাণে প্রায় ৫০০ বিলিয়ন ডলার খরচ করা হবে। যুবরাজ সালমান জানান, এ নতুন শহরে কর্মসংস্থানের সুযোগ পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ। জর্ডান ও মিশরের সাথে সীমান্ত যোগাযোগ থাকবে দ্য লাইনের।