যৌথভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার আপডেট: ০৪:৫৭ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার জোসেফ বিকান এতোদিন একাই সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দখল করে ছিলেন। এবার সে রেকর্ডে ভাগ বসালেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো এ রেকর্ড ভাঙবেন সেটি আগেই অনুমেয় ছিল। রবিবার (১০ জানুয়ারি) সিরি-আ তে সাসুওলোর সাথে ৩-১ গোলের জয় পায় জুভেন্টাস। এ ম্যাচে একটি গোল দিয়ে ক্যারিয়ারে সর্বমোট ৭৫৯ গোলের মালিক হয়ে চেক কিংবদন্তী বিকানকে স্পর্শ করলেন সিআরসেভেন। একইসাথে চলতি মৌসুমে ১৫ গোল করে সিরি-আ’র সর্বোচ্চ স্কোরার এ পর্তুগীজ।
কিছুদিন আগে ব্রাজিলের কিংবদন্তী পেলের রেকর্ড ভাঙেন রোনালদো। পেলের ৭৫৭ গোল টপকে গেলে ফুটবল অঙ্গনে তোলপাড় শুরু হয়। কারন ফুটবলের এ রাজা দাবি করেন রোনালদো তার রেকর্ড ভাঙতে পারেন নি। সর্বমোট ১২৮৩ গোল করেছেন বলে দাবি এ ব্রাজিলিয়ানের। তবে, এর মধ্যে অনেক গোল অফিসিয়াল ম্যাচে করা হয়নি বলে সেগুলো হিসেব করা হয়নি।