অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে আওয়ামী ঐক্যের কাছে কোন শক্তি দাঁড়াতে পারবে না

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:০২ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৪:০৮ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার

নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীদেরকে মাঠে থাকতে হবে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। কোন ধরনের মতানৈক্য, বিরোধ বিভ্রান্তি রাখা যাবে না। মনে রাখতে হবে প্রার্থী দলের মনোনীত, এই প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের, এই প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার।  আওয়ামী লীগ যদি সম্মিলিত শক্তি নিয়ে কাজ করে তাহলে বিরোধী কোন শক্তি দাঁড়াতে পারবে না।

সোমবার (১১ জানুয়ারি) চট্টল শার্দূল এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। নগর আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও মেয়ার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মাদ হোসেন, সদস্য সাইফুদদীন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, রেজাউল করিম কায়সার , আবদুল মান্নান।