পুলিশকে নিয়ে অশালীন সংলাপ দেয়ায় পর্ণোগ্রাফি মামলা
জামিন পেলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার আপডেট: ১০:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপ দেয়ার অভিযোগের মামলায় ওই সিনেমার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে জামিন দিয়েছেন আদালত। গ্রেপ্তারের দুই সপ্তাহ পর এই দুইজন জামিন পেলেন।
সোমবার (১১ জানুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান জামিনের আদেশ দেন। শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী সাইদুর রহমান মানিক। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
**পুলিশকে নিয়ে অশালীন সংলাপ, পরিচালক অনন্য মামুন কারাগারে
গত ২৫ ডিসেম্বর মলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ অনন্য মামুনও শাহিন মৃধাকে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এই দুইজনকে আটক করে ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্ণোগ্রাফি আইনে মামলাটি দায়ের করেছিলেন।