অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিবাদ করবেন না, আমি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি: রজনীকান্ত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০১:৩৯ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার

দক্ষিণী মহাতারকা রজনীকান্তের রাজনীতিতে না আসার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১০ জানুয়ারি) চেন্নাইয়ের ভাল্লুভার কুট্টাম সংস্কৃকিত কেন্দ্রে জড়ো হয় তার হাজারও ভক্ত। তবে নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না জানিয়ে ভক্তদের প্রতিবাদ করতে নিষেধ করেছেন থালাইভা খ্যাত তারকা। 

সোমবার (১১ জানুয়ারি) ভক্তদের প্রতি এই আহ্বান জানিয়ে রজনীকান্ত বলেন, আমার অনেক ভক্ত চেন্নাাইতে প্রতিবাদ করছেন। আপনারা এমনটা করবেন না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা আমায় ব্যাথিত করে। 

চেন্নাই সিটি পুলিশ ২০০ জন মানুষের ১ ঘন্টার জন্য জড়ো হওয়ার অনুমোদন দিলেও সেদিন দুই হাজারের বেশি মানুষ প্রতিবাদে অংশ নেয়। সকাল ১০ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত প্রতিবাদ মিছিলে ‘এগিয়ে আসুন নেতা’ এবং ‘এখন না হলে কখনও না’’ লেখা প্লেকার্ড নিয়ে দাঁড়ান ভক্তরা। 

২০২০ সালের শুরুতে রজনীকান্ত ঘোষণা দেন তিনি রাজনীতিতে আসবেন এবং ২০২১ সালের তামিলনাড়ু নির্বাচনে অংশ নিবেন। কিন্তু হঠাৎ করেই ২৯ ডিসেম্বর রাজনীতিতে না আসার সিদ্ধান্ত জানান থালাইভা।