২৮ কোটি টাকা অনুদান পাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার আপডেট: ১২:০১ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
করোনায় নন-এমিপও শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রণোদনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান পাবেন নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীরা।
অনুদানের আওতায় এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক পাবেন পাঁচ হাজার টাকা করে। আর ১০ হাজার ২০৪ জন কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে।
উল্লেখ্য, এর আগে একই তহবিল থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ শিক্ষক ও ২৫ হাজার ০৩৮ কর্মচারীর জন্য ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
এছাড়া ১৩ হাজার ৯২৯ কওমী মাদ্রাসার জন্য দেয়া হয় ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা।