অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কেক দিয়ে করোনা সচেতনতা

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৭:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

ইতিমধ্যে বিভিন্ন দেশের লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। সম্প্রতি বিভিন্ন দেশ ভ্যাকসিন সরবরাহ শুরু করলেও নতুন এই ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে আগ্রহের অভাব দেখা দিয়েছে। ভ্যাকসিন নিতে আগ্রহী করতে জার্মানির ডর্টমুন্ডের এক বেকারি শপ ভিন্ন এক উদ্যোগ নিয়েছে।

২০২১ সালের নতুন বছরটিকে করোনা ভ্যাকসিনের বছর হিসেবে পালন করছে ডর্টমুন্ডের শোয়ার্নার বেকিং প্যারাডাইজ। এবার এতে নতুন মাত্রা যোগ করলেন বেকারির মালিক টিম কর্তুয়েম। তিনি সিরিঞ্জ সদৃশ এমন কেক বানিয়েছেন যেটি করোনা থেকে মুক্তি পেতে সহায়তা করবে বলে দাবি করছেন তিনি।

তিনি বলেন, প্রথমে আমরা ভেবেছিলাম এই উদ্যোগটি বাড়াবাড়ি হবে। কিন্ত তবুও থেমে থাকিনি। যারা ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে তারা একে হাস্যকর ভাবতে পারেন। কিন্ত এই কেক পার্শ্ব-প্রতিক্রিয়াহীন। একবার খেলে আপনি আবারও আসবেন কারণ এটি সুস্বাদু।

বিভিন্ন দেশে করোনার টিকাদান প্রক্রিয়া শুরু হলেও অনেকেই নতুন এই টিকা নিয়ে সন্দেহপ্রবন। তাই এ ভিন্ন উদ্যোগ নিয়েছেন বেকারির মালিক টিম কর্তুয়েম। এ কেক মানুষের মধ্যে টিকা গ্রহণে সচেতনতা তৈরি করবে বলে তিনি প্রত্যাশা করেন।

অবশ্য গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মার্জিপান ফ্লেভারের এই সুগার ভর্তি কেক অতিরিক্ত খেলে উল্টো স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন মানুষ। 

এর আগে করোনা মহামারীর কারনে লকডাউন দেওয়া হলে ভিন্ন আরেকটি উদ্যোগ নিয়েছিলেন কিম। ভোক্তারা প্রয়োজনের অতিরিক্ত সংখ্যক পণ্য কিনে জমানো শুরু করে। সুপারশপগুলোতে টয়লেট রোলারের অভাব দেখা দিলে তারা টয়লেট রোল সদৃশ কেক বানিয়েছিল।