অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চসিন নির্বাচনে বিএনপি প্রার্থীর গণসংযোগ

প্লেইং ফিল্ড তৈরি না হলে ভোটারদের কেন্দ্রে যেতে অনীহা সৃষ্টি হবে

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৬:১১ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৬:১২ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

সুযোগ পেলে চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন  চট্টগ্রাম সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি নিবার্চনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড না থাকারও অভিযোগ তুলেছেন এই প্রার্থী।

রবিবার (১০ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন। আতুরার ডিপু নুর টাওয়ারের সামনে থেকে গণসংযোগ শুরু করে তুলা কোম্পানি, ঈদগাঁ মোড়, চালিতাতলী বাজার, বোর্ড অফিস, নেজামে হামচা, অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক, ওয়াজেদিয়া, হরিপুর, নয়াহাট, ফকিরাবাদ, কয়লারঘর, অক্সিজেন, পাঠানপুর,শহীদ নগর হয়ে বেলতল মোড়ে পথসভায় বক্তব্য রাখেন এই প্রার্থী। ।

পথসভায় বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর সময় এসেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমাতে ৪১টি ওয়ার্ডের আরবান হেলথ সেন্টার চালুর গুরুত্ব তুলে ধরেন তিনি। বরেন, স্মার্ট সিটি গড়তে তুলতে হলে আরবান হেলথ সেন্টার, চাইল্ড কেয়ারগুলো বাড়ানোর পরিকল্পনা নিতে হবে।

ডা. শাহাদাত হোসেন আশা করছেন, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে তাদের রায় দেবেন।

নিবার্চনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ করে ডা: শাহাদাত বলেন, কথা ছিল সব প্রার্থীর জন্য নিবার্চনে লেভেল প্লেইন তৈরি হবে। অথচ দেখা যাচ্ছে সরকারি দলের প্রার্থী যেখানে যাচ্ছেন সেখানেই প্রশাসনিক ও পুলিশি সাপোর্ট পাচ্ছেন। এ ধরনের অনিয়মে ভোটারদের কেন্দ্রে যেতে অনীহা সৃষ্টি হবে। মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চালন হবে বলেও মন্তব্য করেন এই প্রার্থী।

পথসভায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশম বক্কর বলেন, গণসংযোগে জনস্রোত প্রমাণ করে চট্টগ্রাম মহনগরীতে ধনের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে।