অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তৃতীয় পক্ষের হস্তক্ষেপে রোহিঙ্গা ইস্যু জটিল হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৫:৪২ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পাল্লা ভারি হচ্ছে তবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ইস্যুটি নিয়ে জটিলতা বাড়ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রবিবার (১০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সাবেক কূটনৈতিক মেজর (অব). মোহাম্মদ এমদাদুল ইসলামের ‘রোহিঙ্গা ও শেষ সীমান্তের পর কোথায় যাবো আমরা’ বই এর মোড়ক উম্মোচন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন-
‘মিয়ানমারের আন্তরিকতার অভাবে গত সাড়ে তিনবছরে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। রোহিঙ্গারা তাদের দেশের সরকারকে বিশ্বাস করে না বলেই তারা সেখানে যেতে চাচ্ছে না।’ 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।