অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুক্রের মেঘে প্রাণের চিহ্ন, ফসফিনের অস্তিত্ব

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার  

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, তারা শুক্র গ্রহের আকাশে ভেসে চলা মেঘ থেকে সে গ্রহে জীবনের চিহ্ন দেখতে পেয়েছেন। অথচ এর আগে পৃথিবী ও এর বায়ুমণ্ডলের বাইরে জীবনের অস্তিত্ব খুঁজতে শুক্রকে কখনো ধর্তব্যেই নেননি জোতির্বিদরা।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরে বলা হচ্ছে, মহাকাশ বিজ্ঞানীরা শুক্রগ্রহের ঘন আবহমণ্ডলে ভেসে বেড়ানো মেঘে ফসফিন জাতীয় রাসয়নিকের অস্তিত্ব দেখতে পেয়েছেন। ব্যাপক বিশ্লেষণের পর তারা এই মতে পৌঁছেছেন যে, শুক্রগ্রহে প্রাণ আছে এমন কিছুই এই ফসফিনের উতস। এর বাইরে আর কোনো ব্যাখ্যা তাদের কাছে ধরা পড়ছে না।

কোনো কোনো গবেষক অবশ্য এই ধারনার ব্যাপারে প্রশ্ন তুলেছেন।