আগুনে দগ্ধদের উন্নত চিকিৎসা হবে চট্টগ্রামেই: শিক্ষা উপমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০৪:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রোববার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট চালু হলে, এখানেই আগুনে দগ্ধদের উন্নত চিকিৎসা করা সম্ভব হবে। এ কথা বলেছেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশেষ উদ্যোগে চট্টগ্রাম মেডিকেলকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন আছে বলেও জানান উপমন্ত্রী।
রবিবার (১০ জানুয়ারি) সকালে নগরীর চশমা হিলের বাসভবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং এসোসিয়েশন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন শিক্ষা উপমন্ত্রী। সে সময় তিনি এসব কথা বলেন।
নওফেল বলেন, হাসাপাতালে ক্যান্সার এবং বার্ন ইউনিট দুইটিই এখানকার মানুষের কাজে আসবে। করোনা সংকটের শুরু থেকে চমেক হাসেপাতালের চিকিৎসা সেবার সাথে জড়িতদের ধন্যবাদ জানান তিনি। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রাজীব পালিত, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এডভোকেট এইচ. এম জিয়া উদ্দিনসহ অন্যান্যরা।