অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৪ সংক্রমণ ৩২০১

প্রকাশিত: ১২:৪২ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৮:৩২ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার

দেশে প্রতি  ২৪ ঘণ্টার সবশেষ সাইকেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। একই সময়ের মধ্য এই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে ৩ হাজার ২০১ জনের শরীরে। সোমবার ( ৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬ জন। আর আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা প্রতিদিনের মতো সোমবারও অনলাইন ব্রিফিংয়ে তথ্যগুলো তুলে ধরেন। লকডাউন, সামাজিক দূরত্ব ও কিছু স্বাস্থ্যবিধির কারণে সরাসরি সাংবাদিক সম্মেলন না করে অনলাইনে ব্রিফিং করছে স্বাস্থ্য অধিদপ্তর।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানা, সবশেষ ২৪ ঘণ্টায় দেশের মোট ৬৮টি ল্যাবে ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি।

২৪ ঘণ্টায় ৩৫২৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলেও তথ্য দেন নাসিমা সুলতানা। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।