অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্পেনে ‘ব্যতিক্রমী’ তুষারপাত, দেখুন ছবিতে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:১২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০৫:২২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

প্রবল ঘূর্ণিঝড় ফিলোমেনার প্রভাবে স্পেনে ‘ব্যতিক্রমী’ তুষারপাত হচ্ছে। এরই মধ্যে তুষারে ছেয়ে গেছে দেশটির অর্ধেক। দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে তাদের।

সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী মাদ্রিদের। সেখানকার বিমাবন্দর বন্ধ হয়ে গেছে। তৎসংলগ্ন রাস্তাঘাট তুষারে চাপা পড়েছে।গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নিকটবর্তী সড়কে অসংখ্য যান আটকা পড়ে। শনিবারও সেখানে তুষার ঝরছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সেখানে ২০ সেন্টিমিটার (৮ ইঞ্চি) পর্যন্ত তা জমতে পারে।

মাদ্রিদে তুষারের স্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে অগ্নিনির্বাপক বাহিনী। স্পেনের কোথাও কোথাও সেনাবাহিনী তৎপর রয়েছে। তারা রাস্তা ক্লিয়ার করছে। ইতোমধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে লোকজনকে অনুরোধ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গেল ৪০ বছরের মধ্যে এবার মাদ্রিদে সবচেয়ে বেশি তুষারপাত পরিলক্ষিত হয়েছে। স্পেনের এইএমইটি আবহাওয়া এজেন্সি জানিয়েছে, এ তুষার ‘ব্যতিক্রমী ও ঐতিহাসিক’।

কতিপয় লোকজনকে পুয়ের্তা ডেল সোল স্কয়ারে বরফাচ্ছন্ন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দেখা গেছে। কেউ কেউ বিখ্যাত রাস্তা গ্র্যান ভিয়া’তে স্কিংয়ে মেতেছেন।পশ্চিম ইউরোপের সর্ববৃহৎ কুটির শহরে অনেককে আগুন জ্বালিয়ে উষ্ণ হতে দেখা গেছে।  অবশ্য সতর্কতাস্বরূপ মাদ্রিদের বড় পার্কগুলো বন্ধ ঘোষণা করা হয়।