অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুরু হবে সুশান্তের ‘চান্দা মামা দূর কে’র শুটিং, তাকেই উৎসর্গ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:১২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০১:১৬ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

বলিউড পাড়ার সবাই জানেন বিজ্ঞান কতটা ভালোবাসতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০১৭ সালে তার কাছে যখন চলচ্চিত্রে নভোচারী হওয়ার প্রস্তাব নিয়ে যান পরিচালক সঞ্জয় পুরান সিং তখন সাথে সাথেই রাজি হয়ে যান সুশান্ত। ‘চান্দা মামা দূর কে’র জন্য নিজেকে প্রস্তুত করতে নাসাতেও ভ্রমণ করেন তিনি। 

সেখানে গিয়ে নভোচারীর জীবন নিয়ে যাবতীয় অধ্যয়ন করেন এই অভিনেতা। তবে কয়েকবার তারিখ পেছানোর কারণে এই প্রজেক্টটি ছেড়ে দেন সুশান্ত। যা নিয়ে আফসোসের শেষ নেই পরিচালক সঞ্জয় পুরান সিংয়ের। সুশান্তকে ছাড়া আর কাউকে এই চরিত্রে ভাবতেও পারেননি বলে জানান তিনি। 

শেষ পর্যন্ত অবশ্য চলচ্চিত্রটি নির্মাণে আবারও কাজ শুরু করেছেন পরিচালক। ভারতীয় গণমাধ্যম দ্য মিড ডে কে তিনি জানান, সুশান্তকে শ্রদ্ধা জানাতেই বানানো হবে ছবিটি। 

পরিচালক সঞ্জয় পুরান সিং আরও বলেন, সুশান্ত না থাকায় স্ক্রিপ্টে কিছু পরিবর্তন এসেছে। আশা করছি আমি যেমনটা কল্পনা করেছি এবং লিখেছি তেমনটাই পর্দায় ফুটিয়ে তুলতে পারব। 

মহাকাশ নিয়ে ভারতের প্রথম চলচ্চিত্র ‘চান্দা মামা দূর কে’র জন্য সুশান্ত ছাাড়াও চুক্তিবদ্ধ হয়েছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি ও ‘থ্রি ইডিয়ট’ খ্যাত আর মাধবন।

স্ক্রিপ্টে পরিবর্তন আসার পর এখন দেখার বিষয় তারা আবরাও যুক্ত হন কিনা চলচ্চিত্রটিতে।