অ্যাস্টন ভিলাকে হারিয়ে স্বস্তিতে লিভারপুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ১১:১২ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে এমনিতেই বাজে অবস্থা যাচ্ছে লিভারপুলের। তারওপর প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা হওয়ায় দুশ্চিন্তা ছিল আরও বেশি। কারণ শেষ সাক্ষাতে তাদের বিপক্ষে ৭-১ গোলে হারার লজ্জায় পড়তে হয়েছিল অল রেডদের।
তবে শনিবার (৯ জানুয়ারি) অবশ্য তেমন কিছুই হয়নি। এফএ কাপের তুতীয় রাউন্ডের ম্যাচে ভিলাকে বড় ব্যবধানেই হারিয়েছে লিভারপুল।
নিয়মিত গোলরক্ষক অ্যালিসন ও ফরোয়ার্ড ফিরমিনোকে ছাড়া মাঠে নেমে প্রথম চার মিনিটেই গোল তুলে নেয় লিভারপুল। ডান পাশ থেকে কার্টিস জোন্স এর বাড়িয়ে দেয়া বলে মাথা ছোঁয়ান সাদিও মানে। তারপর আক্রমন পাল্টা আক্রমণে ম্যাচ আগাালেও গোলের দেখা মেলে ৪১ মিনিটে। নিজেদের ডি বক্সের বাইরে থেকে অ্যাস্টন ডিফেন্ডার ক্যালাম রয়ের লম্বা পাস বোকা বানায় লিভারপুল ডিফেন্ডারদের। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকা পেয়েই এগিয়ে যান লওই ব্যারি। গোলকিপার কেলেহের ডান পাশ দিয়ে বল জালে জড়িয়ে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় সমতাতেই।
দ্বিতীয়ার্ধ থেকেই আধিপত্য দেখাতে শুরু করে লিভারপুল। মূলত আলকানতারা আর শাকিরি নামার পরই ম্যাচে গতি আসে অল রেডদের।
৬০ মিনিটে লেফট উইংগার মিনামিনোর বাড়িয়ে দেয়া বল থেকে দূরপাল্লার শটে গোল করেন উইজনালডাম। তার তিন মিনিট পরই সাদিও মানের গোল। এবারও হেড থেকেই স্কোরশিটে নাম লেখান এই সেনেগাল স্ট্রাইকার। আর ৬৫ মিনিটে অ্যাস্টনের কফিনে শেষ পেরেক ঠুকেন মো. সালাহ। শাকিরির পাস থেকে পাওয়া বল বাঁ পায়ের গোলা শটে জালে জড়ান এই তারকা স্ট্রাইকার।
৯০ মিনিট শেষে ৪-১ ব্যবধানের জয় নিয়ে স্বস্তিতেই মাঠ ছাড়ে লিভারপুল।