টয়োটার উড়ন্ত গাড়ি বাজারে আসছে ২০২৩ সালে
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ১১:০৭ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
সম্প্রতি মোটর নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা সম্পন্ন করেছে। আগেও এমন গাড়ির কল্পিত ধারণা ও নকশা দেখিয়েছে কয়েকটি মোটর কোম্পানি। তবে, চালকবান্ধব ও সহজলভ্য করে ২০২৩ সাল নাগাদ এ গাড়ি বাজারজাত করা হবে বলে জানায় বিশ্বের অন্যতম বিখ্যাত এ মোটর জায়ান্ট।
জাপানের ব্যান্ড টয়োটা দুই বছর আগে স্কাই ড্রাইভ প্রকল্প চালু করে। উড়ন্ত গাড়ি তৈরিতে কাজ করে ২০২০ সালেই তারা সফলতা অর্জন করে। ঐ বছরের ২৫ আগস্ট গণমানুষের সামনে প্রথমবারের মত উড়ন্ত গাড়ি প্রদর্শন করে তারা। এসডি-০৩ মডেলের গাড়িটি সবার সামনে উন্মুক্ত করে টেস্ট ড্রাইভ হিসেবে একজন বিমানচালক প্রায় চার মিনিট চালিয়ে দেখান। এতে দর্শকদের কাছ থেকে ইনিবাচক সাড়া পায় বিশ্বের অন্যতম বৃহৎ এই মোটর নির্মাতা।
টয়োটার সিইও টমোহিরো ফুকুজাওয়া জানান, স্কাইড্রাইভ প্রতিষ্ঠার পর জাপানের প্রথম মানবচালিত এই গাড়ি উদ্ভাবন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের লক্ষ্য বানিজ্যিকভাবে এ গাড়িটি বাজারজাত করা।
আমরা এমন একটি ভবিষ্যত চাই যেখানে উড়ন্ত গাড়ি হবে সহজলভ্য ও উপযোগী। আগামী দিনগুলোতে মানুষ নিরাপদ ও আরামদায়কভাবে এমন গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে বলে প্রত্যাশা করেন ফুকুজাওয়া।
এসডি-০৩ সোজা উপরে উঠে উড়তে সক্ষম। তাই আলাদাভাবে রানওয়ের প্রয়োজন হবেনা। রাস্তায় অন্য গাড়ির সাথেই চলাচল করতে পারবে এটি। মাত্র দুটি পার্কিংরত কারের সমান জায়গা দখল করা এই গাড়িতে জরুরী অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে ৮ টি মোটর বসানো হয়েছে।
টয়োটার নকশা পরিচালক তাকুমি ইয়ামামত জানান, এসডি-০৩ হবে আকর্ষনীয় ও আকাঙ্ক্ষনীয়। এটি একটি অগ্রগামী ভবিষ্যতের গাড়ি বলে মন্তব্য করেন তিনি। তবে এর মূল্য কেমন হবে জানায়নি টয়োটা।