ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে চিরস্থায়ী নিষেধাজ্ঞা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ১০:৩৩ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
‘ভবিষ্যতেও সংঘর্ষ বাঁধানোর ঝুঁকি’ থাকায় চিরস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে টুইটার অ্যাকাউন্ট।
রিয়েলডোনাল্ডট্রাম্প অ্যাকাউন্টটি ভালো করে পর্যবেক্ষণের পর এমন সিদ্ধন্ত নেয়া হয়েছে বলে জানায় টুইটার। ট্রাম্প ও তার সমর্থকদের দমাতে যেকোনো প্রতিষ্ঠানের জন্যই যা একটি বড় সিদ্ধান্ত।
ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করতে দীর্ঘদিন ধরেই আওয়াজ তুলছিলেন অনেক সেলিব্রেটি ও আইনজীবীরা। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের বাজে আচরণের জন্য তার টুইটার নিষিদ্ধের দাবি জানান।
বুধবার (৬ জানুয়ারি) ক্যাপিটল হিলে হামলাকে সমর্থন দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে ‘‘আই লাভ ইউ’’ লিখেন ট্রাম্প। তারপরই তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে টু্ইটার। ১২ ঘন্টা পর ফিরিয়েও দেয়া হয় অ্যাকাউন্ট। তবে এবার চিরস্থায়ীভাবেই বন্ধ করা হলো অ্যাকাউন্টটি।
এদিকে একই ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ট্রাম্পের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট।