অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইলেকট্রিক গাড়ি নির্মাণে অ্যাপল-হুন্দাই বৈঠক, হইচই

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১২:২৩ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার   আপডেট: ১২:২৭ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার

চালকবিহীন ইলেকট্রিক গাড়ি নির্মাণে অ্যাপলের সাথে প্রাথমিক আলোচনা শেষ করেছে দক্ষিণ কোরিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। এই ঘোষণার পর থেকেই হইচই শুরু হয়েছে বিশ্ববাজারে।

শুক্রবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দেয় হুন্দাই। তারপরের দুই ঘন্টাতেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশ!

নিজেদের বিবৃতিতে হুন্দাই জানায়, যৌথভাবে চালকবিহীন গাড়ি নির্মানে প্রাথমিক আলোচনা চলছে অ্যাপলের সাথে, তবে কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি।

গত মাসেই খবর আসে, ২০২৪ সালে বাজারজাত করার লক্ষ্যে ইলেকট্রিক গাড়ি তৈরিতে প্রস্তুতি শুরু করেছে অ্যাপল। তবে বিশেষজ্ঞরা জানান, এ ধরনের গাড়ি বাজারে আনতে অ্যাপলের আরও অন্তত ৫ বছর লাগবে।

তবে সময় যাই লাগুক, ইলেকট্রিক গাড়ি তৈরিতে টেসলার মতো প্রতিষ্ঠানের সাথে টক্কর দেয়া কষ্ট হবে যে কারোরই। এককভাবে এই বাজার দখল করে আছে প্রতিষ্ঠানটি। আর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হারিয়ে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মাঝে শীর্ষ ধনী।