অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়ার সেরা ৬ সুন্দরী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৭:১৩ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৭:২৭ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবছর সারাবিশ্ব থেকে একজন সুন্দরী নির্বাচন করা হয়। সৌন্দর্য ও গুণ সম্পন্ন নারী নির্বাচনের অন্যতম বড় এ আসর যাত্রা করে ১৯৫২ সালে। যুগের সঙ্গে নানা রূপ বদলালেও বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রদর্শনী হয়ে উঠেছে এটি।

প্রায় ৭০ বছর আগে শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এরপর প্রতিবছর বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যমে ২০০টিরও অধিক দেশে প্রচারিত হয় এটি। কমপক্ষে ৫০০ মিলিয়ন মানুষ এ আয়োজন উপভোগ করেন।

এশিয়া থেকে এ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে একাধিক সুন্দরী মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। এর মধ্যে কয়েকজন অপরূপার পরিচিতি তুলে ধরেছে অপরাজেয় বাংলা-

আকিকো কোজিমা
প্রথম এশিয়ান হিসেবে ১৯৫৯ সালে ২২ বছর বয়সে মিস ইউনিভার্স জিতে নেন জাপানের এ সুন্দরী। অন্যদের চেয়ে গড় উচ্চতায় কিছুটা খাটো হলেও মেধা ও রূপে এ পুরস্কার জয় করেন তিনি। 

অপস্রা হংসাকুলা
এশিয়ার দ্বিতীয় মিস ইউনিভার্স থাইল্যান্ডের এ লাবণ্যময়ী। ১৯৬৫ সালে এ খেতাব জেতেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে মেধা ও সৌন্দর্য দিয়ে বিচারকদের মন জয় করেন এ টিনএজার। তার বর্তমান বয়স ৭৩ বছর। তবু সৌন্দর্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি। 

জর্জিনা রিযক
লেবানিজ এ সুন্দরী ১৯৭১ সালে মিস ইউনিভার্স খেতাব জয়লাভ করেন। পরবর্তীতে তিনি এ প্রতিযোগিতার একজন বিচারকের ভূমিকাও পালন করেন। 

সুস্মিতা সেন
ভারতীয় উপমহাদেশ থেকে প্রথম নারী হিসেবে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স পুরস্কার জয় করেন তিনি। জগত ভোলানো হাসি দিয়ে দর্শকদের মন জয় করা এ বলিউড অভিনেত্রী অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন।

লারা দত্ত
সুস্মিতার পর বছর ছয়েক বাদেই ২০০০ সালে ভারত থেকে আরেক সুন্দরী মিস ইউনিভার্স খেতাব লাভ করেন তিনি। অগ্রজের মতো অনুজও বলিউডে অভিনয় শুরু করেন। এক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

ক্যাট্রিওনা গ্রে
এশিয়া থেকে এ প্রতিযোগিতায় সর্বশেষ ২০১৮ সালে মিস ইউনিভার্স হন ফিলিপাইনের অস্ট্রেলীয় বংশোদ্ভূত এ ললনা। চেহারা ও বুদ্ধিতে অতুলনীয় এ সুন্দরী দারুণ গানও করেন।