অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যাপিটল ভবনে হামলা ট্রাম্পের ‘মাস্তানি’, ক্ষমা চাইতে বললেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১২:৫৮ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে রিপাবলিকান নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার তীব্র নিন্দা করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একে ‘সহিংস হামলা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পকে গণমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন জো বাইডেন।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম ধরে স্লোগান দিতে দিতে ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছে তার সমর্থকরা। একে ‘মাস্তানি’ হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন। তিনি বলেন, এর মাধ্যমে গণতন্ত্র নিপীড়িত হয়েছে। ট্রাম্পকে এখনই কোনও টিভি চ্যানেলের মাধ্যমে এ হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করে তার সমর্থকদের  বিরত থাকতে আহ্বান জানানো উচিত।

আরও পড়ুন**২০৬ বছর পর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলা

**পার্লামেন্টে হামলার ঘটনায় নিহত ৪, আটক ৫২

**যুক্তরাষ্ট্র পার্লামেন্টে হামলায় বিশ্বনেতাদের নিন্দা

ট্রাম্প সমর্থকরা একে প্রতিবাদ বলছেন। তবে বাইডেন বলেন, ক্যাপিটলের ভেতর মারামারি করা, জানালার কাঁচ ভাঙা, অফিস দখল করা, নির্বাচনী কর্মকর্তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা দেয়া কোনোভাবেই প্রতিবাদ হতে পারে না। এসব ন্যাক্কারজনক হামলার প্রতিচ্ছবি।

গেল ৩ নভেম্বরের নির্বাচনে পরাজয়ের পর বাইডেনের জয় মেনে নিতে অস্বীকার করেন ট্রাম্প। এরপর একের পর এক জঘন্য কর্মকাণ্ড চালাচ্ছেন তার সমর্থকরা। তবে কোনোভাবেই সফল হতে পারছেন না। বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটের পুনর্গণনাত্ওে ফল পাল্টাতে পারছে না তারা। সবশেষ গণতন্ত্রের প্রতীকী ভবনে হামলা চালালো ট্রাম্প সমর্থকরা।