টুইটার-ফেসবুক থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার আপডেট: ১২:২৯ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে হামলার ঘটনায় সমর্থন দিয়ে টুইট করায় বন্ধ করে দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের টু্ইটার অ্যাকাউন্ট।
নিজের সর্বশেষ টুইটে সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান করার আগে ‘‘আই লাভ ইউ’ জানান ট্রাম্প। একই সাথে নির্বাচনে কারচুপি হওয়ার অভিযোগও আওড়ে যান তিনি।
এ ঘটনায় ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে টুইটার জানায়, তাদের নীতিমালা ভঙ্গ করেছেন ট্রাম্প। সবার ভালোর জন্যই তার অ্যাকাউন্ট বন্ধ থাকা উচিত।
আরও পড়ুন**পার্লামেন্টে হামলার ঘটনায় নিহত ৪, আটক ৫২
**ক্যাপিটল ভবনে হামলা ট্রাম্পের `মাস্তানি`, ক্ষমা চাইতে বললেন বাইডেন
টু্ইটার ছাড়াও ট্রাম্পে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ২৪ ঘন্টার জন্য। ইউটিউব থেকেও তার ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
**গণতন্ত্রকে ধ্বংস করলেন ট্রাম্প, তীব্র নিন্দায় বিশ্বনেতারা
**গণতন্ত্রকে ধ্বংস করলেন ট্রাম্প, তীব্র নিন্দায় বিশ্বনেতারা
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে বুধবার (৬ জানুয়ারি) ভবনটিতে কংগ্রেসেরযৌথ অধিবেশন চলছিল। এসময় হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন মোট চারজন। যার মধ্যে ৪৭ জনকে আটক করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে। এ ঘটনায় ট্রাম্প গণতন্ত্রকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন উল্লেক করে তার নিন্দা-সমালোচনায় সরব হয়েছে বিশ্বনেতারা। সেইসাথে একে একে শীর্ষ কর্মাকর্তাদের পাশে থেকে হারাতে বসেছেন ট্রাম্প।