অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণতন্ত্রকে ধ্বংস করলেন ট্রাম্প, তীব্র নিন্দায় বিশ্বনেতারা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:০৮ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১২:১৫ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। তীব্র নিন্দা জানিয়ে বিশ্বনেতারা বলেছেন, সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার বুলি আওড়ানো ট্রাম্প নিজ দেশেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। শান্তিপূর্ণভাবে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান তারা।  

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে বুধবার (৬ জানুয়ারি) ভবনটিতে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। এসময় হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন চারজন। অধিবেশন বন্ধ হয়ে আবার শুরু হলেও থমথমে পরিবেশ বিরাজ করছে যুক্তরাষ্ট্র জুড়ে। 

এ ঘটনায় নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার টুইটারে লিখেন, ‘বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পাশে দাঁড়ায়। এখন দেশটিতে শান্তিপূর্ণভাবে ও নিয়ম অনুযায়ী ক্ষমতার হস্তান্তর হওয়াটা জরুরি।’

একই সুর অন্যান্য বিশ্বনেতাদের কণ্ঠেও। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন টুইটে বলেন, হামলার দৃশ্য ‘একেবারে ভয়ানক’।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘সহিসংতা কখনো জনগণের ইচ্ছার ওপর জয়ী হবে না। যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র অবশ্যই সমুন্নত রাখতে হবে। আর এটা হবেই।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেন, ‘মার্কিন ভোটারদের রায় শেষ পর্যন্ত মানতেই হবে ট্রাম্প ও তার সমর্থকদের। গণতন্ত্রকে পদদলিত করা থামাতে হবে তাদের।’

ডোনাল্ড ট্রাম্পকে ‘উন্মাদ’ ঘোষণা করে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে ইইউ-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান।  টুইট বার্তায় এ আহ্বান জানান সিকোরস্কি। আর ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী ব্যবহার করার জন্য দেশটির কেবিনেটের প্রতি আহ্বান জানান পোলান্ডের এই রাজনীতিক।

তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা ড্রায়ান বলেন, ‘এটি গণতন্ত্রের ওপর বড় হামলা।’

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ লিখেন, ‘মার্কিন গণতন্ত্রেরর প্রতি আমার আস্থা আছে । জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এ পরিস্থিতি কাটিয়ে উঠবেন।’

বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা পাবেনে আশা রেখে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, তিনি নতুন সরাকরের সাথে কাজ শুরু অপেক্ষায় আছেন। 

হামলার নিন্দা জানান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনও। তিনি বলেন, এটা একটা বিরক্তিকর দৃশ্য।