মেসির জোড়া গোলে বার্সার জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
লা লিগায় মেসির জোড়া গোলে বুধবার (৬ জানুয়ারি) আ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয় দিয়ে এবারের পয়েন্ট তালিকায় প্রথমবারের মতো তিনে উঠে আসে কাতালানরা।
ঘরের মাঠে অ্যাথলেটিকোর বিপক্ষে জেতা কঠিন হবে তা জানাই ছিলো। ৩ বছর ধরে সান মেমেসে জয় পায়না বার্সেলোনা। তার উপর এবারের লা লিগা ভালো যাচ্ছেনা মেসিদের। এক ম্যাচ জয়ের দেখা পায় তো পরের ম্যাচে পয়েন্ট খোয়ায়। এই ম্যাচ জিততেও তাই ঘাম ঝরাতে হয়েছে রোনাল্ড কোম্যান শিষ্যদের।
পূর্ণ শক্তির দল নিয়ে নামলেও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মেসিরা। ৩ মিনিটের মাথায় বার্সার রক্ষণভাগ ভেঙ্গে অ্যাথলেটিকের হয়ে গোল করেন ইনাকি উইলিয়ামস। রাউল গার্সিয়ার পাস থেকে স্টেগেনকে সহজেই বোকা বানান এই স্ট্রাইকার। সমতায় ফিরতে অবশ্য বেশি দেরি হয়নি বার্সার। ১৪ মিনিটেই সে গোল শোধ করেন তরুণ সেনসশন পেদ্রি। সাইডলাইনের উপর থেকে ডাচ মিডফিল্ডার ডি জংয়ের পাস থেকে মাথা ছোয়াতে কষ্ট হয়নি এই স্পেনিশের।
তারপর থেকেই খেলায় ছন্দে ফেরে কাতালানরা। আক্রমণের পসরা বসিয়ে ৩৮ মিনিটেই দলকে এগিয়ে দেন অনেকদিন পর সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে নামা মেসি। পেদ্রির ব্যাক পাস থেকে গোলপোস্টের বাঁ পাশ দিয়ে বল জালে পাঠান এলএম১০।
গতকাল মেসিকে গোলে সহায়তা করতে না দিয়ে গোল স্কোরার হিসেবেই নামিয়েছেন কোম্যান। সে সুফলও ভোগ করে বার্সা। দ্বিতীয়ার্ধেই আরেক গোল করে জয়ের পথে দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন তারকা। মাঝমাঠ থেকে গ্রিজম্যানে ডিফেন্স চেরা পাস থেকে মেসির গোলটি ছিল সুনিপুন।
৩-১ ব্যাবধানে এগিয়ে বার্সা যখন স্বস্তিতে তখন ৯০ মিনিটে গোল করে দুশ্চিন্তা বাড়িয়ে দেন মুনিয়াইনে। তবে শেষ কয়েকটি সামলে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।
এ জয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে মৌসুমে প্রথবারের মতো শীর্ষ তিনে আসতে পেরেছে বার্সা। গোল ক্ষরা কাটিয়ে ছন্দে ফিরেছেন মেসিও। চলতি মৌসুমে আসপাস, মরেনো ও সুয়ারেজের সাথে ৯ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় ভাগ বসালেন ৬ বারের বর্ষসেরা এই তারকা ফুটবলার।