তেল চুরি করে বরখাস্ত চালক ফিরলেন স্বপদে
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৫৫ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ির তেল চুরির অভিযোগে তাৎক্ষণিক বরখাস্ত করা কাজল চন্দ্র সেনকে পুনরায় স্বপদে বহাল করার অফিস আদেশ দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। বুধবার (৬ জানুয়ারি) এ চক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘কাজল চন্দ্র সেনকে নোটানুচ্ছেদ ১১ তে প্রশাসক মহোদয় কর্তৃক চাকরিতে পুনর্বহালের বিষয়টি অনুমোদিত হয়েছে। অতএব উল্লেখিত ড্রাইভারকে দায়িত্ব প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো ’
গত বছরের ৭ আগস্ট সিটি কর্পোরেশন পরিচালিত একটি অ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে খোরশেদ আলম সুজন তাৎক্ষণিক অভিযুক্ত চালক কাজল চন্দ্র সেনকে বরখাস্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, তেল চুরি ঘটনায় বরখাস্ত হওয়া কাজল চন্দ সেন নামের এক চালককে স্বপদে বহাল করা হয়েছে। এ বিষয়টি কর্পোরেশনের বিভাগীয় সিদ্ধান্ত।
চসিক প্রশাসক হিসাবে খোরশেদ আলম সুজন দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই তেল চুরির ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলে নানা বিতর্ক। কিন্তু সে বিতর্ক আরো উস্কে দেন সুজন অভিযুক্ত ড্রাইভারকে বরখাস্ত করে। কিন্তু বরখাস্ত করা সে ড্রাইভারকে তিনি আবার পুনর্বহাল করে যাচ্ছেন দায়িত্ব শেষ হওয়ার আগে আগে। এ নিয়ে উঠেছে প্রশ্ন।