অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেএম সেনের বাড়ি রক্ষায় বিএনপিকেও পাশে চান রানা দাশগুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার  

যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি রক্ষার আন্দোলনে সকল দল-মত নির্বিশেষে সকলে পাশে দাঁড়িয়েছে। বিএনপিকেও এ আন্দোলনে পাশে থাকার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত। 

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।  

স্থানীয় সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ বিষয়ে সরকারের সাথে আলোচনা করে ব্যবস্থা নিয়ে ভবনটি সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বলে জানান রানা দাশগুপ্ত। 

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনকে বিশেষ শৈল্পিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যাত্রামোহন সেন ভবন ভাঙার চক্রান্তের হাত থেকে রক্ষা করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি।  

এ সময় প্রবীণ কবি ও সাংবাদিক আবুল মোমেন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন সাংবাদিক নেতা আলিউর রহমান উপস্থিত ছিলেন।