পাল্টা কমিটি দিয়ে বহিষ্কারের মুখে বিএনপির তিন নেতা
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার আপডেট: ০৬:৩৮ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
বিএনপির চট্টগ্রাম মহানগর কার্যালয়
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন নয়টি কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় ছয়টিতে পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বিএনপির তিন নেতা। ৭২ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে না পারলে দল থেকে বহিষ্কার হতে পারেন তারা।
বুধবার (৬ জানুয়ারি) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা গেছে।
আদেশে উল্লেখ করা হয়, দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান গঠিত কমিটির পাল্টা কমিটি ঘোষণা দেওয়া এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ৭২ ঘণ্টার মধ্যে নিজেদের অবস্থান ব্যাখ্যা দিতে না পারলে যে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশ প্রাপ্ত তিন নেতা হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য শেখ মহিউদ্দিন ও লিয়াকত আলি।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা মিলে ৯টিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৫ জানুয়ারি আলী আব্বাস, শেখ মহিউদ্দিন ও লিয়াকতের নেতৃত্বে তিনটি পৌরসভা ও তিনটি উপজেলায় পাল্টা কমিটি ঘোষণা করা হয়।
পাল্টা কমিটি ঘোষণা করার সময় তারা লিখিত বক্তব্যে দাবি করেন, অর্থনৈতিকভাবে নীতি বিবর্জিত, শারীরিকভাবে অক্ষম ও অসুস্থ জাফরুল ইসলাম চৌধুরীর নির্দেশে সাংগঠনিকভাবে অনভিজ্ঞ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, আবু সুফিয়ান, মোস্তাক আহমেদ অনৈতিক সুবিধা আদায়ের মাধ্যমে দলের স্বার্থ বিসর্জন দিয়েছেন।
এছাড়াও বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর আবেদনের প্রেক্ষিতে সাতকানিয়া বিএনপির নতুন ইউনিট ঘোষণাকে কমিটি বাণিজ্যের সম্প্রসারণ বলেও দাবী করেন আলী আব্বাস।