মেসি-রোনালদোর সমকক্ষ হতে চাইলে দল বদলাও, কেইনকে পরামর্শ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন মেসি-রোনালদোর মতো বড় খেলোয়াড় হতে পারেন। তবে, সেজন্য তাকে রিয়াল মাদ্রিদের মতো দলে যেতে হবে বলে মনে করেন টটেনহাম হটস্পার্স ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জোনাথান উডগেট।
ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন স্পার্সদের হয়ে ১১ বছর যাবত খেলছেন। ৩১২ ম্যাচে ২০৫ গোল করলেও তার নামের পাশে কোনো শিরোপা নেই। সম্প্রতি ‘স্টেডিয়াম অ্যাাস্ট্রো’ টিভিকে উডগেট জানান, হ্যারি কেইন মাঠে দুর্দান্ত খেলে ধারাবাহিকভাবে গোল করলেও কোন শিরোপা না জিতলে সেরাদের কাতারে স্থান পাবেন না। আমি শীঘ্রই টটেনহামের কোনো ট্রফি জয়ের সুযোগ দেখছি না। সুযোগ আসলে অবশ্যই তার রিয়াল মাদ্রিদে চলে যাওয়া উচিত।
‘রিয়াল মাদ্রিদ যদি তোমাকে নিতে চায়, এবং বিশেষ করে যদি তুমি হ্যারি কেইন হও, তোমাকে যেতেই হবে। যদি ট্রফি জিততে চাও এবং রোনালদো-মেসির মত বড় হতে চাও তবে সে সুযোগ একমাত্র রিয়াল মাদ্রিদেই আছে।’
২৭ বছর বয়সী হ্যারি কেইন পূর্বেও একজন মাদ্রিদিস্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ কয়েকবার ২৭ বছর বয়েসী স্পার্স তারকাকে দলে টানতে চাইলেও কথা বেশিদূর গড়ায়নি। শেষ পর্যন্ত বেনজেমাকে নিয়েই সন্তষ্ট থাকে অন হোয়াইটসরা। স্পার্সদের কাছ থেকে তারা লুকা মদ্রিচ ও গ্যারেথ বেইলের মত তারকাকে দলে ভিড়িয়েছে। উডগেটের এমন বক্তব্যের পর লস ব্ল্যাংকোসরা কেইনকে সামনের মৌসুমে বার্নাব্যুতে নিতে চাইবে কিনা এখন সেটিই দেখার বিষয়।