বিকাশের মাধ্যমে সরকার পেলা ৩০০ ভেন্টিলেটর
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
করোনা চিকিৎসায় চীনের আলীবাবা ও জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া ৩০০টি ভেন্টিলেটর সহ ৩৬.৭ টন স্বাস্থ্য সামগ্রী দিয়েছে বিকাশ। যেখানে আছে আড়াই লাখের বেশি কেএন-৯৫ মাস্ক, ৩০ হাজার প্রোটেক্টিভ ক্লোদিং, ২০০টি ইনফ্রারেড থার্মোমিটার এবং ৮৫ হাজার মেডিকেল গগলস।
বুধবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর উপস্থিতিতে চিকিৎসা সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর কাছ থেকে সেগুলো গ্রহণ করেন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো-র পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ)।
করোনার শুরুতে নিজ অর্থায়নে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রমে সক্ষমতা বাড়াতে বিভিন্ন সরকারি হাসপাতালে ৩০টি ভেন্টিলেটর দেয় বিকাশ। বারডেমের সহযোগী ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করা হয় অক্সিজেন প্ল্যান্ট।
আর জুনে বিকাশের ব্যবস্থাপনায় ৫০টি ভেন্টিলেটর সহ সাড়ে ছয় লাখ জরুরী স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করা হয়।