অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘আহমদ শরীফ চেয়ার অধ্যাপক’ হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ০৩:৪৭ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 'আহমদ শরীফ চেয়ার অধ্যাপক' হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সাবেক শিক্ষক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

তিনি এক বছর এই পদে অধিষ্ঠিত থাকাকালে বাংলা বিভাগে গবেষণায় নিয়োজিত থাকবেন।

আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন। তিনি দেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক এবং রাষ্ট্রচিন্তাবিদ। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক, গবেষক ও বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব অধ্যাপক আহমদ শরীফের পরিবারের উদ্যোগে ২০১৭ সালে আহমদ শরীফ অধ্যাপক চেয়ার প্রতিষ্ঠা করা হয়। আহমদ শরীফ অধ্যাপক চেয়ার পদে প্রথম নিয়োগ পেয়েছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সনজীদা খাতুন।