সভাপতি মিজান, সম্পাদক নাসির
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি
ইউনিভার্সিটি করেনপন্ডেন্ট
প্রকাশিত: ০১:১০ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার আপডেট: ০১:১৮ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাংশের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।
আগের কমিটির সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
নবগঠিত কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেন ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রেজাউল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: নাহিদুল ইসলাম।
এছাড়া, কমিটির অন্যান্য মনোনীত সদস্যারা হলেন-
কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম, প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল, ক্রীড়া সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: আওলাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: মঞ্জুর হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদেগনিত বিভাগের প্রভাষক মো: আতিকুর রহমান।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: জিয়া উদ্দিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো: এমদাদুল হক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: রাসেল মনি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া, ফার্মেসী বিভাগের প্রভাষক রাফেজা খাতুন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারং বিভাগের প্রভাষক মো: মহিবুল্লাহ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক।
এর আগে ২০১৮ সালের ২৩ মার্চ সর্বশেষ বঙ্গবন্ধু পরিষদের কমিটি গঠন করা হয়। সর্বশেষ গেল বছরের ৬ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে পূর্ববর্তী কমিটি গঠনের প্রায় পৌণে ৩ বছর পরও নতুন কমিটি গঠন না হওয়ার অভিযোগ ওঠে। এরপর ওই কমিটির উপর অনাস্থা জ্ঞাপন করে বঙ্গবন্ধু পরিষদের নতুন এই আহবায়ক কমিটি ঘোষণা করে শিক্ষকদের আরেকাংশ।