অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কিং অব কিপ্যাক্স আর নেই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২২ এএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার   আপডেট: ১১:২৭ এএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দল ম্যানচেস্টার সিটির কিংবদন্তি কলিন বেল আর নেই। মঙ্গলবার (৫ জানুয়ারি) ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছিলেন কিং অব কিপ্যাক্স খ্যাত এ তারকা।

১৯৬৬ সালে ম্যানসিটিতে যোগ দেন কলিন বেল। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন মাঝমাঠের সুনিপুণ কারিগর। দলটির জার্সি গায়ে চাপানো অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। ১৩ বছর ক্লাবটির হয়ে খেলে  ৩টি ঘরোয়া শিরোপা জেতেন ইংলিশ এ মিডফিল্ডার।

১৯৭০ সালের সিটির ‘ইউরোপিয়ান কাপ উইনার্স’ জয়েও অসামান্য ভূমিকা রাখেন কলিন। ক্লাবের হয়ে ১৫৩টি গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে জেতেন ৪৮টি ম্যাচ।

এ কিংবদন্তির বিদায়ে শোক প্রকাশ করে সিটি জানায়, দলের হয়ে এমন অবদান খুব কম খেলোয়াড়ের আছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ক্লাব চেয়ারম্যান খালদুন আল মোবারক। সমর্থকদের ভোটে তার সম্মানে ২০০৪ সালে সিটিজেনদের স্টেডিয়ামে একটি স্ট্যান্ড নির্মাণ করা হয়।