শিল্পী ও কলাকুশলিদের স্বার্থে কাজ করবে ভয়েজ অফ আর্টিস্ট ফাউন্ডেশন
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার আপডেট: ১১:১০ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
শিল্পী ও কলাকুশলিদের স্বার্থ রক্ষায় কাজ করতে গঠিত হলো ভয়েজ অফ আর্টিস্ট ফাউন্ডেশন (শিল্পীর কন্ঠস্বর)। মঙ্গলবার (৫ জানুয়ারি) ফাউন্ডেশনের প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমীর চিত্রশালার সভাকক্ষে। এসময় ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটর সভাপতি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কন্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজরুলসংগীত শিল্পী শামসুল হুদা। আজিজুর রহমান আজিজকে মুখ্য উপদেষ্টা, সৈয়দ হাসান ইমাম, আরমা দত্ত (এম.পি) সাংবাদিক আবেদ খান, ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানসহ অনেক গুনী-বরেণ্য জনদের উপদেষ্টা করে এই কমিটি গঠিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও তিন জন সহ-সভাপতি দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ ১৭ জনকে নির্বাহী সদস্য করা হয়।
সভায় সংগঠনের সভাপতি বুলবুল মহলানবীশ বলেন, সব শিল্পী ও কলাকৌশলিদের সাথে থাকবে ভয়েজ অফ আর্টিস্ট ফাউন্ডেশন। শিল্পীদের কোন শ্রেনী হয়না, দেশ হয়না, শিল্পী শুধুই শিল্পী হয়। তিনি জানান, সারা বাংলাদেশের সকল জেলায় সংগঠন গঠন করা হবে।
সাধারণ সম্পাদক শামসুল হুদা বলেন, আমরা দেশের এই করোনাকালিন সময়ে মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তিনি জানান, আগামী মার্চ মাসে শত কন্ঠে বঙ্গবন্ধুর দশটি গান নিয়ে শিল্পকলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।