অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তবে কি একই দলে খেলবেন মেসি-রামোস!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার  

স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে দুই তারকা লিওনেল মেসি ও সার্জিও রামোসকে একইসাথে দলে ভেড়াতে চায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। স্পেনে প্রতিদ্বন্দী হয়ে খেলার পর তবে কি ফ্রান্সে সতীর্থ হচ্ছেন তারা? 

স্প্যানিশ গণমাধ্যম ‘এল চিরিনঙ্গুইতো’র খবর অনুযায়ী গোল ডট কম জানিয়েছে ফ্রান্সে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে পিএসজিতে যোগ দিতে পারেন এই তারকা ফরোয়ার্ড ও ডিফেন্ডার। গত মৌসুমেই লিওনেল মেসি কাতালানদের হয়ে আর খেলতে চাননা বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। কিন্ত বাধ সাধেন বার্সেলোনা কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত চলতি ২০২০-২১ মৌসুম থেকে যেতে রাজি হন এলএমটেন। ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ আছে ছয় মাসেরও কম। বার্সার হয়ে ১০টি স্প্যানীশ লিগ ও ৪টি চ্যাম্পিয়ন্স লীগ জিতলেও ৬ বার বর্ষসেরা এই তারকা এ মৌসুম শেষেই চলে যাবেন সেটি প্রায় নিশ্চিত। গত কয়েক মৌসুম থেকেই দলে টানতে চাওয়া পিএসজি এবার লুফে নিতে চাইবে আর্জেন্টাইন সুপারস্টারকে। 

অপরদিকে রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস লস ব্লাংকোসদের রক্ষণভাগের অন্যতম ভরসা। মাদ্রিদের হয়ে জিতেছেন ১০টি স্প্যানীশ লীগ ও ৪টি চ্যাম্পিয়ন্স লীগ। ডিফেন্ডার হয়েও মাদ্রিদের হয়ে তার ঝুলিতে ৪৮টি গোল রয়েছে। গ্ল্যাডিয়েটর খ্যাত এই তারকার সাথে চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হতে চললেও এখনও অল হোয়াইটসরা চুক্তির মেয়াদ নবায়নের কোন প্রস্তাব দেয়নি। তাই ছয় মাস পর মুক্ত এজেন্ট হয়ে যাবেন এই স্প্যানিয়ার্ড। পিএসজি এই সুযোগে রামোসকে পার্ক দে প্রিন্সে আমন্ত্রণ জানাতে চায়।