অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সৌরভের অসুস্থতায় বিব্রত ফরচুন রাইস ব্রান ওয়েল

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার  

হঠাৎ অসুস্থ হয়ে সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি হওয়ায় দুশ্চিন্তায় পড়ে ক্রীড়ামোদীরা। তবে সবচেয়ে বিপাকে বোধহয় পড়েছে ভোজ্য তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন রাইস ব্রান ওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়ে শেষ পর্যন্ত বিজ্ঞাপন প্রচারই বন্ধ করতে হলো প্রতিষ্ঠানটিকে!

কিছুদিন আগেই টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরচুন ফুডস থেকে সৌরভ গাঙ্গুলির একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। ইউটিউবে প্রচারিত ভিডিওর শিরোনামে লেখা হয়, সম্ভবত সেীরভ গাঙ্গুলির সেরা পরফরম্যান্স। কে বলেছে ‘দাদা’ অভিনয় করতে পারে না?

প্রচারিত বিজ্ঞাপনে দেখা যায়, ফরচুন রাইস ব্রান ওয়েল দিয়ে ভাজা লুচি সমানে খেয়ে যাচ্ছেন সৌরভ। আর বলছেন, ৪০ বছরের হলেই কী বাঁচা ছেড়ে দিব নাকি?

শনিবার (২ জানুয়ারি) সাবেক ভারতীয় ক্যাপ্টেন ব্ল্যাকআউটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হলে বিজ্ঞাপনটি নিয়ে ট্রল শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্টেটাসে সবাই সৌরভের সুস্থতাও কামনা করেন। 

ট্রলের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ফরচুন রাইস ব্রান ওয়েল। একপর্যায়ে টিভি ও সামাজিক মাধ্যম থেকে সৌরভের বিজ্ঞাপন বন্ধই করে দেয় প্রতিষ্ঠানটি। নতুন বিজ্ঞাপন তৈরির কাজ শুরু হচ্ছে বলেও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়।