অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পূর্বাচলে হচ্ছে অত্যাধুনিক ফুটবল স্টেডিয়ামও!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৩:১৮ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

দেশের ফুটবলে হতে যাচ্ছে নতুন সংযোজন। একটি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে শিগগির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। 

রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে ইতিমধ্যে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি হালের সুবিধা সম্বলিত একটি ফুটবল স্টেডিয়াম করার কথা ভাবছে বাফুফে। এ নিয়ে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বাফুফে ভবনে বৈঠকে বসার কথা রয়েছে তাদের।

সেখানে স্টেডিয়াম নিয়ে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হবে। এছাড়া বাফুফে কমলাপুর একাডেমির আধুনিকীকরণ এবং খেলোয়াড়দের সংযোজনের জন্য মন্ত্রণালয়ের কাছে সুযোগ-সুবিধা চাওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। 

তিনি জানান, পূর্বাচলে ক্রিকেটের জন্য নির্মাণাধীন স্টেডিয়ামের পাশাপাশি ফুটবল স্টেডিয়াম তৈরি করা গেলে ক্রীড়াপ্রেমীরা একইসঙ্গে দুই ধরনের খেলা উপভোগ করার সুযোগ পাবেন। মন্ত্রীর অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এছাড়া কমলাপুরে একাডেমি সংস্কারের জন্যও প্রচুর অর্থ প্রয়োজন। বৈঠকে এসব বিষয়ে মন্ত্রণালয় থেকে সহায়তা চাওয়া হবে।