নিয়ম ভাঙায় ছেলেসহ সোহেল-আরবাজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
করোনা সুরক্ষা নীতি ভাঙায় বলিউড তারকা আরবাজ খান, সোহেল খান এবং তার ছেলে নির্ভান খানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ব্রিহান্মুম্বাই পুরসভা করপোরেশন (বিএমসি) ও পুলিশ। মঙ্গলবার পশ্চিম বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড হোটেলে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বিএমসি কর্মকর্তারা বলছেন, তিনজনকেই বেঁধে দেয়া কোয়ারেন্টাইনের সময় পূর্ণ করতে হবে। এরপর তাদের আরটি পিসিআর টেস্ট করা হবে। তাতে নভেল করোনাভাইরাস মুক্ত হলে ছেড়ে দেয়া হবে।
পুরসভা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এসময়ে হোটেলে থাকা এবং পরীক্ষা-নিরীক্ষা বাবদ সব খরচ আরবাজ, সোহেল, নির্ভানকে বহন করতে হবে।
সম্প্রতি ভাই সালমান খানের জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করেন আরবাজ-সোহেল। ওই সময় তাদের সংস্পর্শে আসেন বেশ কিছু লোক। কর্মকর্তাদের শঙ্কা, দুজনের মাধ্যমে সেসব মানুষের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ছড়াতে পারে।
কোভিড-১৯ নিয়ম লঙ্ঘন করায় সোমবার খার পুলিশ স্টেশনে আরবাজ-সোহেল-নির্ভানের বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তদন্ত রিপোর্ট) করে বিএমসি। অভিযোগে বলা হয়, গেল ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন এ ত্রয়ী। নিয়মানুযায়ী, হোটেলে আইসোলেশনে থাকার কথা ছিল তাদের। কিন্তু তা করেননি তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিমানবন্দরেই করোনা পরীক্ষা করা হয় আরবাজ-সোহেল-নির্ভানের। কোভিড বিধি মেনে ৭ দিন আইসোলেশনে থাকার কথা ছিল তাদের। হোটেলও বুকিং ছিল। কিন্তু সেখানে থাকেননি তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাড়ি চলে আসেন তিনজনই।
এভাবে করোনা রীতি ভঙ্গ করায় আরবাজ-সোহেল-নির্ভানের বিরুদ্ধে এফআইআর করে ব্রিহান্মুম্বাই পুরসভা করপোরেশন।
মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ থেকে ফিরলে সেই ব্যক্তিকে অবশ্যই ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। নতুন করোনার আবির্ভাবের পর এ নিয়ম জারি করেছে তারা।