অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জোড়া গোলে বছর শুরু রোনালদোর, আরেক জোড়া হলেই ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:২৬ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার   আপডেট: ০৭:২২ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

২০২১ সালটা ভালোভাবেই শুরু করলেন সুপারস্টার স্ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার (৪ জানুয়ারী) রোনালদোর জোড়া গোলে উদিনেজকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৭৫৮ গোল নিয়ে রোনালদোর সামনে ইতিহাস গড়ার হাতছানি।

ক্লাব ও দলের হয়ে মোট ৭৫৮ গোল করে কিংবদন্তী পেলেকে (৭৫৭ গোল) পেছনে ফেলেন ৫ বার ব্যালন ডি’অর জয়ী রোনালদো। আর মাত্র এক গোল হলেই চেক প্রজাতন্তের স্ট্রাইকার জোসেফ বিকানকে (৭৫৯ গোল) ছুঁয়ে ফেলবেন সি আর সেভেন। অচিরেই তার রেকর্ড ভেঙ্গে গোলসংখ্যায় নিজকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন এই তারকা তা বলাই বাহুল্য। অবশ্য রোনালদোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছেন সময়ের অন্যতম প্রতিদ্বন্দী লিওনেল মেসি (৭৪২ গোল)।
 
নিজ দেশ পর্তুগালের ক্লাব পোর্তোতে ২০০২ সালে ক্যারিয়ার শুরু করেন রোনালদো। বছরখানেকের মধ্যেই তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের তৎকালীন কিংবদন্তী কোচ এলেক্স ফার্গুসন তাকে দলে টেনে নেন। এরপর ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার দুর্দান্তভাবে শুরু করেন তিনি। রেড ডেভিলদের হয়ে ৬ টি মৌসুম খেলে ৩ টি প্রিমিয়ার লীগ ও একটি চ্যাম্পিয়ন্স লীগ জিতে ২০০৯ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। মাদ্রিদে ৯ সিজন খেলে ৪ টি চ্যাম্পিয়ন্স লীগ ও তিনটি লীগ জিতে একের পর এক রেকর্ড ভেঙ্গে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যান তিনি। 

সর্বশেষ ২০১৮-১৯ সাল থেকে জুভেন্টাসের হয়ে খেলছেন এই পর্তুগীজ উইঙ্গার। পরপর দুই সিজনে সিরি আ জিতে নিজেকে এখনও দুর্দান্ত ফর্মে রেখেছেন সি আর সেভেন। নিজ দেশ পর্তুগালের হয়েও সর্বোচ্চ ১০২ গোলদাতা ক্রিস্টিয়ানো ইউরো জেতেন ২০১৬ সালে। বয়স ৩৫ পেরোলেও এখনই অবসরের কোন চিন্তা নেই রোনালদোর। ২০২২ বিশ্বকাপ পর্তুগালকে এনে দেওয়ার স্বপ্ন দেখছেন এই কিংবদন্তী।