এক আংটিতে ১২৬৩৮ ডায়মন্ড, গিনেস রেকর্ড!
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার আপডেট: ০৭:১৭ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
একটা আংটিতে কয়টা ডায়মন্ড বসানো যেতে পারে? নতুন গিনেস রেকর্ড অনুযায়ী এর উত্তর ১২ হাজার ৬৩৮!
অনন্য এক ডিজাইনের আংটির মাধমে ২০২০ সালের ২১ ডিসেম্বর এই রেকর্ড গড়ে ভারতের মিরাটের রেনানি জুয়েলার্স।
গিনেস রেকর্ড অনুসারে আংটির নাম মেরিগোল্ড, বা "দ্য রিং অব প্রসপারিটি’’। একটি বৃত্তাকার ফুলের মতো করে আংটির ডিজাইন করা হয়েছে। এটাতে লাগানো প্রতিটি ডায়মন্ডই ৩৮.০৪ ক্যারেটের। যার ওজন ১৬৫ গ্রামের সামান্য বেশি।
আংটি প্রসঙ্গে রেনানি জুয়েলার্সের কর্ণধার হার্শিত বানসাল জানান, ২০১৮ সালে সুরাটের বিভিন্ন গয়নার ডিজাইন সম্পর্কে গবেষণা করতে গিয়ে রেকর্ড ভাঙার বিষয়টি তার মাথায় আসে। ২০২০ সালের নভেম্বরের ২০ তারিখ আংটিটি বানানোর কাজ শেষ করে তার প্রতিষ্ঠান।
আংটিতে সর্বোচ্চ ডায়মন্ডের আগের রেকর্ডটি ছিল ভারতেরই হায়দ্রাবাদের হলমার্ক জুয়েলার্সের। যেখানে ডায়মন্ড সংখ্যা ছিল ৭ হাজার ৮০১টি।