অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কৃষক আন্দোলনে এবার বসলো উন্মুক্ত ব্যায়ামাগার

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রোববার   আপডেট: ০৩:১২ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রোববার

দিল্লির কৃষক আন্দোলনে সমর্থন দিতে হাজারও মানুষ জড়ো হচ্ছেন রাজধানীর সীমান্ত এলাকাগুলোতে। কেউ সাথে করে নিয়ে যাচ্ছেন খাবার, তো কেউ দিচ্ছেন শীতবস্ত্র। পাশাপাশি ব্যতিক্রম কিছু উদ্যোগও দেখা গেছে কৃষক আন্দোলনকে ঘিরে। 

১৮ ডিসেম্বর দিল্লির সিঙ্গু বর্ডারে ফ্রি ট্যাটু বুথ বসান লুধিয়ানার চার যুবক। আর সর্বশেষ একই বর্ডারে বসানো হয়েছে দুটি উন্মুক্ত ব্যায়ামাগার। কৃষকদের ‘সেবা’র জন্যই পাঞ্জাব থেকে ব্যায়ামাগারের সরঞ্জাম নিয়ে আসা হয়েছে বলে জানান সেচ্ছাসেবকরা। 

আরও পড়ুন-** কৃষক আন্দোলনে বসেছে ফ্রি ট্যাটু বুথ

সিঙ্গুর পুলিশ ব্যারিকেড থেকে তিন কি.মি দূরে একটি ফিলিং স্টেশনে বসানো হয় প্রথম ব্যায়ামাগার। পরে ৫০০ মিটার দূরে কৃষকদের ট্যাকের মাঝামাঝি জায়গায় অপরটি বসানো হয়। দীর্ঘদিন সুস্থ থেকে আন্দোলন চালিয়ে যেতে এই ব্যায়ামাগার সাহায্য করবে বলে আশা করছেন কৃষক নেতারা।  

ব্যায়ামাগার বসানো ‘ইওর সেবা’ নামক সংগঠনটির সদস্য গুরতেজ সিং জানান, আমরা পাঞ্জাব থেকে সরঞ্জাম কিনে এখানে এসেছি। আশা করছি ব্যায়ামাগার থাকায় আরও অনেকে আন্দোলনে যোগ দিবে। এছাড়াও শরীরচর্চা মানুষের মনকে তাজা রাখে। প্রতিদিন অনেকে এখানে এসে ব্যায়াম করছে। বিশেষত সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মানুষ বেশি থাকে । 

ব্যায়ামাগারের পাশপাশি একটি টেবিলের উপর প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও রাখা হয়েছে। যাতে কেউ ইনজুরিতে পড়লে সাথে সাথে সেগুলো ব্যবহার করা যায়।