ভ্যাকসিন নিয়ে ১০০তম জন্মদিন উদযাপন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকের
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রোববার আপডেট: ০১:১৪ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রোববার
কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে নিজের ১০০তম জন্মদিন উদযাপন করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক রয় লেজেল। শুভ দিনটি এভাবে উদযাপন করতে পেরে দারুণ খুশি তিনি।
রয় বলেন, ১০০তম জন্মদিন বেশির ভাগ মানুষের জীবনে আসে না। নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশেষ দিনে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।
যুক্তরাজ্যের ডেভনের বাসিন্দা রয় গেল বুধবার নিজ বাসাতে ভ্যাকসিন নেন। ওই সময় তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বেশ কিছু আত্মীয়-পরিজন।
তিনি বলেন, সেই মাহেন্দ্রক্ষণে জন্মদিন উপলক্ষে স্বজনরা আমার বাড়িতে এসেছিলেন। তাদের সঙ্গে মধুর সময় কাটাতে পেরে অসাধারণ লেগেছে। সবার সঙ্গে থেকে ভ্যাকসিন নিয়েছি। স্বভাবতই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সের কমব্যাট ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন রয়।