চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য সৌভাগ্য: স্থানীয় সরকার মন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার আপডেট: ০৪:১০ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জন্য সৌভাগ্য।
শনিবার (২ জানুয়ারি) চট্টগ্রামের রেডিসন ব্রু বে ভিউতে চীন সরকারের অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ সব খাতে উন্নত হয়েছে। এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে।
মিরসরাই ইকোনমিক জোন হলে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানোর সুযোগ তৈরি হবে জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নের ব্যাপারে ভ্রান্ত ধারণার কারণে অনেক সময় উন্নয়ন ব্যাহত হয়। নগরের উন্নয়নের জন্য স্থানীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম।