অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হচ্ছে ডিজিটাল সার্ভে, ঘরে বসেই মানুষ ভূমি সেবা পাবে: ভূমিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ০৪:২৩ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

সারাদেশে পর্যায়ক্রমে ডিজিটাল সার্ভে (বিডিএস / বিডি জরিপ) পরিচালনা করা হবে। বিডিএস-এ প্রাপ্ত হালনাগাদ রেকর্ড আগের সার্ভের রেকর্ডকে প্রতিস্থাপন করবে। আমরা এখন স্বপ্ন দেখি  ঘরে বসেই ভূমি সেবা পাবে দেশের জনগণ।  

শনিবার (২ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ও ৩নং রায়পুর ইউনিয়নে ডিজিটাল ভূমি জরিপ কাজের উদ্বোধনের সময় এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর 'ডিজিটাল বাংলাদেশ' বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ 'ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০' অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অপ্রতুল ভূমি সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের ভূমি সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে ‘মৌজা ও প্লট-ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প'-এর কাজ দ্রুত শুরু করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। জনগণের জায়গা নিয়ে মারামারি হানাহানি থেকে বাঁচতে ভূমি জরিপ রেকর্ড কাজ অতীব গুরুত্বপূর্ণ। একজনের জায়গায় অন্য কেউ দখল নেওয়ার সুযোগ নেই। এই জন্য সরকারি ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা করে তাদের কাজকে এগিয়ে আনার সুযোগ করে দিন।

চট্টগ্রাম জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এটিএম নাসির মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অনলাইন ম্যানেজমেন্ট এন্ড সার্ভে সফটওয়্যারের উদ্বোধক মো. মুমিনুর রশীদ, ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর চৌধুরী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ২নং বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ৩নং রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম প্রমুখ।