অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্যাব-টাইগার’র সদস্য হলেন ড. বারকাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯ এএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার   আপডেট: ১১:২২ এএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ড. আবুল বারকাত

ড. আবুল বারকাত

প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান –TIGER (Transformation, Integration, Globalization Economic Research) এর সায়েন্টিফিক রিসার্চ এডভাইজারি বোর্ডের (SAB) সদস্য মনোনীত হয়েছেন। দশ বছরের (২০২১-২০৩০) জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তাকে। (Website: http://www.tiger.edu.pl/english/onas/rada.htm) । 

বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, ড. বারকাতের এ মনোনয়ন ব্যক্তি বিবেচনা ছাড়াও, দেশের এবং অর্থনীতি সমিতির জন্য এক অপরিমেয় সম্মানের বিষয়।

গবেষণা প্রতিষ্ঠান TIGER, বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, চিন্তাবিদ, পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে সাইন্টিফিক রিসার্চ এডভাইজারি বোর্ড গঠন করে।  

SAB – TIGER- এর বোর্ড চেয়ারম্যান হিসাবে শান্তিতে নোবেল বিজয়ী  Mr. Jose Ramon Horte ২০২১-২০৩০ সময়কালে দায়িত্ব পালন করবেন। তিনি চেয়ারম্যান হিসাবে অর্থনীতিতে নোবেল বিজয়ী Mr. Robert A Mundell  এর স্থলাভিষিক্ত হবেন।

আধুনিক  পোল্যান্ড বিনির্মানে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসাবে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব, Professor Grzegorz W. Kolodko এই গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।