ফরিদা সভাপতি, ইলিয়াস সাধারণ সম্পাদক, শাহেদ চৌধুরী কোষাধ্যক্ষ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ১১:০৮ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। এছাড়া সাধারন সম্পাদক হয়েছেন ইলিয়াস খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হাসান হাফিজ। ভাইস প্রেসিডেন্ট রেজওয়ানুল হক রাজা।
জাতীয় পর্যায়ে সাংবাদিকদের সর্বোচ্চ আগ্রহের এই প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে স্থান পাওয়া এই পাঁচ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সর্বোচ্চ ডিগ্রিধারী পেশাদার সংবাদকর্মী।
এছাড়া জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আলম।
সদস্য পদে জয় পেয়েছেন আইয়ুব ভূঁইয়া, রেজানুর রহমান, জাহিদুজ্জামান ফারুক, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী , রহমান মুস্তাফিজ ও বখতিয়ার রাণা।
এদের মধ্যেও রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন ও শাহনাজ সিদ্দিকী সোমা সাংবাদিকতায় সর্বোচ্চ ডিগ্রিধারী সংবাদকর্মী।